Tuesday, August 26, 2025
Homeবিনোদনঅভিষেককে জড়িয়ে ধরে কানে কানে কি বললেন রেখা!

অভিষেককে জড়িয়ে ধরে কানে কানে কি বললেন রেখা!

অমিতাভ-পুত্র(Amitabh son) অভিনেতা অভিষেক বচ্চনকে(Abhishek Bachchan) আচমকাই জড়িয়ে ধরলেন রেখা। শুধু তাই নয়, কানে ফিসফিস করে কি যেন বললেন! অমিতাভ-রেখা(Amitabh-Rekha) প্রেম কাহিনী এত বছর পরেও যেন শেষ হয় না। জয়া বচ্চনকে বিয়ে করার পর অমিতাভ রেখার দূরত্ব অবশ্যই বেড়েছে। কোন অনুষ্ঠানে দেখা হলেও যথেষ্ট সাবধানে একে অপরকে এগিয়ে যান। তবে পুত্রবধূ ঐশ্বর্যের সঙ্গে কিন্তু রেখার সম্পর্ক নাকি যথেষ্ট ভালো। অমিতাভের মতো অভিষেক রেখার সঙ্গে দূরত্ব রেখেই চলেন। তবে সম্প্রতি অন্য ছবি দেখা গেল।

আরও পড়ুন:বক্স অফিসে অনেক রেকর্ড ভাঙতে পারে ‘স্পিরিট’!

এক ফিল্মি পার্টিতে হাজির হয়েছিলেন রেখা এবং অভিষেক। সেখানে অভিষেককে মঞ্চে দেখে কাছে টেনে নিয়ে আলিঙ্গন করলেন রেখা। কথাও বললেন কিছুক্ষণ। অভিষেকের কানে ফিসফিস করে কিছু শোনালেন। নিন্দুকরা বলছেন পুত্র অভিষেকের মধ্যেই যেন রেখার প্রাণপুরুষ বিগ বি-কে খুঁজে পাচ্ছেন! এক সাক্ষাৎকার-এ বলিউডের এভারগ্রিম অভিনেত্রী রেখা অভিষেক বচ্চনকে নিজের ছেলে এবং ঐশ্বর্যকে পুত্রবধূ সম্বোধন করেছিলেন। তাই ঐশ্বর্য এখনো রেখার সঙ্গে দেখা হলে তাকে মা বলে সম্বোধন করেন। তবে এতে যাওয়া বচ্চন কতটা খুশি হন তা জানা যায় না!

Read More

Latest News